মোঃ আরফাতুল ইসলাম, আরব আমিরাত:
প্রায় ৩০টি দেশের কূটনীতিক ও বিভিন্ন মিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে দুবাই আমিরাতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
দুবাই কনস্যুলেট জেনারেল উদ্দ্যােগে ২২ই এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা থেকে দুবাইয়ের পাঁচ তারকা হোটেল অনন্তরার বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান,আগত অতিথিবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানান।
অনুষ্ঠানে দূতালয় প্রধান আশফাক হোসেইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল এন্ড অপারেশন মোহাম্মদ আল বাহরি। তিনি তার বক্তব্যে,বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বন্ধুপ্রতিম দেশসমূহকে আহ্বানসহ আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে কূটনীতিক সম্পর্কে বিশ্বাসী। এ সম্পর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনসমূহ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ এইসব কথা বলেন।
জাতীয় দিবসের সম্মানায় অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিবৃন্দরা দাঁড়িয়ে দুই দেশের জাতীয় সংগীত শ্রবণ করেন।এই সময় ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মিয়ানমার, থাইল্যান্ড,জাপান, মালয়েশিয়া, গ্রানাডা, ইউএসএ সহ মোট ৩০টি দেশের অধিক কূটনীতিক এবং বিভিন্ন মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন