স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় একটি জাল নোট তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটক ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সুলতান (৫৪) এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সবুজ ছায়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে জাফর আলম (৩৩)।
র্যাব জানায়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে জাল নোট তৈরির গোপন কারখানা স্থাপন করে একটি সংঘবদ্ধ চক্র। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে র্যাব-১৫-এর একটি দল চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন কারখানাটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে দুজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়:
১০০০ টাকা মূল্যের জাল নোটের ২৭টি বান্ডিল
৫০০ টাকা মূল্যের ৩৩টি বান্ডিল
জাল নোট তৈরির একটি যন্ত্র
৫০টি লেমিনেটিং পেপার
সহকারী পুলিশ সুপার ফারুক আরও জানান, আটককৃতদের একজন, মো. সুলতান, এর আগেও জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামি ছিলেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চকরিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানায়, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ