কামরুল ইসলাম
মঙ্গলবার ২২/০৪/২০২৫ ইং চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (দক্ষিণ সুখছড়ি) এলাকায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে,৫ঐ আগষ্টের কালো রাত থেকে শুরু করে ২৩এপ্রিল পযন্ত লোহাগাড়া উপজেলার আইন শ্রিংলা টিক রাখতে কঠোর হস্তে সব কিছু নিয়ন্ত্রণে রাখছে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম এবং উনার অধীনস্থ পুলিশ বাহিনী।
এবং উনার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবুও রাতের আন্ধারে টুকটাক চুরি ডাকাতি হচ্ছে। কিন্তু ২২তারিখ রাতের আন্ধারে ১৫/১৬ জন মানুষকে দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসে জিন্মি করে অসহায় মানুষ কে মারধর করে অস্ত্রের মুখে বাকর আলী পাড়া থেকে ৫টি গরু,দুইটা মোটর সাইকেল,দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ,অফিসের টাকা,১৫/১৬ জন মানুষের টাকা,মোবাইল প্রয়োজনীয় জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
এই বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্যে বলেন আমরা দেখেছি ৫ঐ আগষ্টের পর লোহাগাড়া থানায় পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম তার অধীনস্থ পুলিশ অফিসার ও কনস্টেবলদের নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে ডিউটি করে যাচ্ছে।
পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া উপজেলায় মারামারি থেকে শুরু করে খুন পযন্ত হচ্ছে সেই দিক দিয়ে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের সার্বিক পরিস্থিতি শতগুন ভালো রয়েছে। বহু দিন পর হঠাৎ করে ডাকাতি হয়েছে। রাতের আন্ধারে যেই ডাকাতি হয়েছে।
পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার চেয়ে শতগুণ ভালো আমাদের লোহাগাড়া উপজেলা। ভুক্তভোগীরা বলেন আমাদের এই ডাকাতিতে আমাদের সর্বস্ব হারিয়েছি আমাদের হারানোর মতো আর কিছু নেই।পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন এই ডাকাতির বিষয়ে তদন্ত হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ