কেন্দুয়ায় দুই পক্ষের মারামারিতে আহত ৪ 

মোশারফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামে দুই পক্ষের মারামারিতে আহত—৪ থানায় অভিযোগ। সূত্রে জানাযায় মরিচপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মঞ্জুর বাড়ির আম গাছের ডাল মানিক মিয়ার টিনসেট ঘরের উপর দিয়ে চলে যায়।

এই নিয়ে কয়েকবার মুক্তিযোদ্ধা মঞ্জুকে বললে তিনি বিষয়টি এরিয়ে যান। গত ২৩/০৪/২০২৫ ইং তারিখ রোজ: বুধবার বিকাল ৪.০০ দিকে গাছের ডালকাঠা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি লেগে এক পর্যায় দেশিও অস্ত্র শস্ত্র নিয়ে ঝগড়ায় জড়িয়ে পরে এসময় ৪ জন গুরুতর আহত হয়।

আহত ব্যক্তিদের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়, কর্মরত ডাক্তার এবং উন্নত চিকিৎসার জন্য রোগিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই গঠনার মানিকের ভাই আতাবুর রহমান বাদী হয়ে কেন্দুয়া থানায় অফিসার ইন্চার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়েল করেন তারই প্রতিপক্ষ মান্না সহ কয়েক জনকে আসামী করে। এই নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠে। জাতীয় দৈনিক প্রত্রিকার সাংবাদিকগণ স্বরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে, মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘড়ের ছাল গাছের ডালের দ্বারায় নষ্ট হয়ে যায়।

আহত যারা মানিক মিয়া, আতাবুর, মজিবুর, রুহুল আমিন। এব্যপারে স্থানীয় প্রশাসনের পদক্ষেক কামনা করছে ভোক্তভোগি পরিবারের লোকজন। প্রকাশ থাকে যে, মুক্তিযোদ্ধা মঞ্জুর সমন্ধে গ্রামের সাধারণ জনগণের কাছে জানতে চাইলে…. চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *