কামরুল ইসলাম:
পটিয়া ক্রসিং হাইওয়ে থানা কর্তৃক মহাসড়কে চলাচলরত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে। তিনি বলেন, "অফিসার ও কনস্টেবলসহ মোট ২৫ জন পুলিশ সদস্য আমাদের তত্ত্বাবধানে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের কাগজপত্র যাচাই, চালকদের লাইসেন্স, ফিটনেস ও ট্রাফিক আইন সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান পর্যবেক্ষণ করে যাচ্ছি।"
এ সময় নিয়মভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে একাধিক প্রসিকিউশন দাখিল করা হয়। তিনি আরও বলেন, "মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। এপ্রিল মাসের অভিযানে মোট মামলার সংখ্যা প্রায় ১০০টি ছিল এবং এই সময়ের মধ্যে আমরা আনুমানিক পাঁচ লক্ষ টাকার জরিমানা আদায় করেছি। যানবাহনের নিরাপদ ও সচেতন চলাচল নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের সার্বক্ষণিক ডিউটি তদারকি অব্যাহত রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে হাইওয়ে সড়ককে নিরাপদ করা যায়।"
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ, গাড়ী চালক ও যাত্রীরা বলেন, "ওসি মোঃ জসিম উদ্দিনের যোগদানের পর থেকে সড়কের যানজট অনেকটাই মুক্ত হয়েছে। যদিও সম্পূর্ণ দুর্ঘটনা ও যানজট মুক্ত করা সম্ভব হয়নি, তবে আগের তুলনায় এখন অনেকটাই কমেছে।" এলাকাবাসী, গাড়ি চালক ও যাত্রীরা হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিনের কার্যক্রমে সন্তুষ্ট।
অন্যদিকে, পটিয়া সদরের ব্যবসায়ী, গাড়ি চালক ও যাত্রীরা বলেন, "পটিয়া সদর স্টেশন ও শান্তির হাটে যেসব যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনা ঘটে, তার জন্য একমাত্র ট্রাফিক পুলিশ দায়ী। কারণ, এখানে ট্রাফিক পুলিশের সামনে অটোরিকশা, সিএনজি ও অবৈধ গাড়িগুলো দাপটের সঙ্গে চলে। তবে, হাইওয়ে পুলিশের উপস্থিতি দেখলে তারা দ্রুত চলে যায়, ফলে বোঝা যায়, এই যানজটের জন্য একমাত্র ট্রাফিক পুলিশ দায়ী।" তাই তারা মনে করেন, এই বিষয়ে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
এছাড়াও, স্থানীয় জনগণের পাশাপাশি গাড়ি চালক ও যাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আনোয়ার হোসেন আকাশ, নিবার্হী সম্পাদক : এডভোকেট আব্দুল্লাহ আল মামুন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০।। মোবাইল 01939-300621 হোয়াটস্ এ্যাপ 01646-370872, 01939-300621 ইমেইল dssangbad1@gmail.com
Copyright © 2024 দৈনিক স্বাধীন সংবাদ