মোঃ আরফাতুল ইসলাম, আমিরাত প্রতিনিধি:
দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (RAK Chamber) চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান।
বৈঠকটি অনুষ্ঠিত হয় গতকাল ১২ মে ২০২৫, রাস-আল-খাইমাহ চেম্বার ভবনে।
চেয়ারম্যান আল নুয়াইমি কনসাল জেনারেলকে স্বাগত জানান এবং আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে তার চেম্বার আগ্রহী এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের বিভিন্ন ট্রেড ফেয়ার ও সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।
কনসাল জেনারেল রাশেদুজ্জামান বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গৃহীত অর্থনৈতিক উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি রাস-আল-খাইমাহর ব্যবসায়ীদের বিশেষ করে সিরামিক, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, পাটশিল্প, কৃষিপণ্য এবং হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি চেয়ারম্যান আল নুয়াইমিকে তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেইসঙ্গে রাস-আল-খাইমাহতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে চেম্বারের সহায়তা কামনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাস-আল-খাইমাহ চেম্বারের অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনোমিস্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানসহ উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বৈঠকটি বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।