কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

খসরু মৃধা: 

 

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব হিসেবে খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. হোসেন আরমান মাস্টার ও সদস্য সচিব ইব্রাহিম প্রধানকে নির্বাচিত করা হয়। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে সাবেক এমপি একেএম ফজলুল হক মিলনের বাড়িতে উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন: গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সোলেমান আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন শাওন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা।

এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: বক্তারপুর ইউনিয়নের সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক আহমুদুল কবির খান ফাহিম, জামালপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়নের সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আকন্দ, মোক্তারপুর ইউনিয়নের সভাপতি মো. ফজলুল হক নয়ন, সাধারণ সম্পাদক মজনু শেখ, নাগরী ইউনিয়নের সভাপতি মো. রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়নের সভাপতি মো. জয়নাল আবেদীন, জাঙ্গালিয়া ইউনিয়নের সভাপতি নেছার আহমেদ নুহু।

এ সময় আরও উপস্থিত ছিলেন: পৌরসভার সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. রফিক মোল্লা, ৩নং ওয়ার্ড সভাপতি শহিদুল্লাহ মাস্টার, ৪নং ওয়ার্ড সভাপতি মো. আসাদ উল্লাহ, ৫নং ওয়ার্ড সভাপতি মাজম মোহাম্মদ, ৯নং ওয়ার্ড সভাপতি কাউছার মো. লাল মিয়া। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন, যেমন: উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, পৌর সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হোসেন শান্ত, সদস্য সচিব হিমেল খান।

আলোচনা সভায় বক্তারা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপিকে আরও সংগঠিত করার আহ্বান জানান। পরিশেষে প্রধান অতিথি একেএম ফজলুল হক মিলন আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. হোসেন আরমান মাস্টার ও সদস্য সচিব ইব্রাহিম প্রধানের নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *