এটিএম মাজহারুল ইসলাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ও ফ্যাসিস্ট হাসিনার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা চান্দিনা উপজেলা বিএনপির আয়োজনে এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম খোরশেদ আলম সাহেবের একমাত্র তনয় জনাব অ্যাডভোকেট আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে বিজয় মিছিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ ইং) বিকেল ৪ ঘটিকায় বৃষ্টি উপেক্ষা করে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে কয়েক হাজার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী নিয়ে বিজয় মিছিল ও আনন্দ র্যালি উপজেলা পরিষদ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দিনা বাজার হয়ে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
দীর্ঘ ১৭ বছরের দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার বর্ষপূর্তিতে আনন্দ-উল্লাস, বিজয় র্যালি এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।
বিজয় মিছিল ও আনন্দ র্যালিতে আরও উপস্থিত ছিলেন—
চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ,
উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. শাইফুল্লাহ বাপ্পি,
পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম,
সাবেক চান্দিনা পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমগীর খান,
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুল ইসলাম,
উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোস্তফা কামাল খান,
মৎস্যজীবী দলের আহ্বায়ক ফজলুল ছাত্তার,
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ খান,
পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলম দোলন,
কুমিল্লা উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক কেএম জামাল,
চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইকরামুল্লা আসাদুজ্জামান শান্ত
সহ পৌরসভা ও উপজেলার তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।