স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামিয়া দ্বীনিয়া শামছুল উলূমে কোরআন খতম ও দোয়া মাহফিল

হাসান আলী:

৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে জামিয়া দ্বীনিয়া শামছুল উলূম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ.এ. জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার ও মহানগর দক্ষিণের অন্যান্য নেতৃবৃন্দ এবং উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকীর নেতৃত্বে মহানগর উত্তর এলাকার নেতৃবৃন্দও মাহফিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। উপস্থিত সকল অতিথি, নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় মানুষজন এতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, “জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি বা তার পরিবারের নয়, এটি সমগ্র দেশের মানুষের কাম্য। আজকের দোয়া মাহফিল সেই প্রার্থনারই অংশ। আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের জনগণের মাঝে ফিরে আসবেন।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতি সমগ্র জাতীয়তাবাদী পরিবার ও শুভানুধ্যায়ীদের গভীর মনোযোগ রয়েছে। তাই আজকের এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে একত্রিত হয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা বলেন, এমন ধরনের দোয়া ও কোরআন খতম অনুষ্ঠান জাতির ঐক্য ও মিলনের প্রতীক। তারা সকল নাগরিকের কাছে দোয়ার অংশগ্রহণ ও দেশনেত্রীর সুস্থতার জন্য সহযোগিতার আহ্বান জানান। জামিয়া দ্বীনিয়া শামছুল উলূম মাদ্রাসার মকতব কক্ষে অনুষ্ঠিত এই মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষভাবে দোয়া পাঠ করা হয় যাতে খালেদা জিয়ার রোগ দ্রুত নিস্তার পায় এবং তিনি পুনরায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিতে সক্ষম হন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা জানান, আগামী দিনে এ ধরনের আরও দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু রাজনৈতিক নয়, এটি দেশের মানুষের জন্য একটি নৈতিক ও ধর্মীয় সহমর্মিতা প্রদর্শনের মাধ্যম। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে নেত্রীকে সুস্থ ও শক্তিশালীভাবে দেখতে আমরা সকলের অংশগ্রহণ কামনা করি।”

মাহফিল শেষে অংশগ্রহণকারীরা দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আরও বিশেষ দোয়া পাঠ করেন। উপস্থিত সকলের মনে দৃঢ়ভাবে বিশ্বাস ছিল, দোয়া ও কোরআন খতমের মাধ্যমে নেত্রী দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *