অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা পিরোজপুরে

হাসান মামুন:

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্ত সন্দেহে একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজা হোসেন (৩৫)। তিনি পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটের মাংস ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজা হোসেনের নির্দেশে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল—এমন অভিযোগ ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে কিছু গণমাধ্যমকর্মী উপস্থিত হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল্লাহ বলেন, গরুটি গুরুতর অসুস্থ ছিল এবং এর একটি পা পচে গিয়েছিল। পরীক্ষায় অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। এ মাংস মানবদেহের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন—

“জনস্বাস্থ্য রক্ষায় অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানথ্রাক্সে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানের পর আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *