স্বাধীন বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন তার অভিনয়শৈলীর ব্যতিক্রমী প্রকাশের জন্য। মাঝেমধ্যেই নিজের ভিন্নধর্মী ভাবনা, রসবোধ ও ব্যতিক্রমী ভঙ্গিমার কারণে আলোচনায় আসেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে টেলিভিশনের পর্দা ছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুকেই ভক্তদের মন জয় করে নিচ্ছেন এই অভিনেতা।
বর্তমানে প্রচারিত হচ্ছে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এ ছাড়া তিনি একক অভিনীত বেশ কিছু নাটকেও ব্যস্ত সময় পার করছেন। তবে শুধু নাটক বা টিভি নয়—ইদানীং নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছোট ছোট ভিডিও পোস্ট করেই আলোচনায় আসছেন এই গুণী শিল্পী। এসব ভিডিওতে রম্য ও ব্যঙ্গাত্মক উপাদানের সঙ্গে মিশে থাকে হিউমার, যা মুহূর্তেই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে।
কয়েক দিন আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মারজুক রাসেলকে একটি দোকানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রথমে দেখে অনেকেই চমকে গেলেও সেটি আসলে একটি অভিনয়ের দৃশ্য। ভিডিওটিতে দেখা যায়—
– “ভাই, আপনার এই অবস্থা ক্যা?”
– “আমি এই দোকানের বান্ধা কাস্টমার।”
সংক্ষিপ্ত সংলাপ আর তার অনন্য ভঙ্গিমার কারণে ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর ভক্তরা ভিডিওটি ৮ হাজারের বেশি বার শেয়ার করেছেন।
মারজুক রাসেল দীর্ঘদিন ধরেই নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করে আসছেন। একই সঙ্গে তিনি একজন প্রশংসিত গীতিকার ও কবিও। সাম্প্রতিক সময়ে তার ছোট ভিডিওগুলো তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, তার এই নতুন উদ্যোগ সামাজিক মাধ্যমের জন্য ভিন্নধর্মী একটি বিনোদনের ধারা তৈরি করছে।
ভক্তদের একজন লিখেছেন, “অভিনয়টা ওনার রক্তে মিশে আছে। ৩০ সেকেন্ডেও গল্প বলে ফেলেন।”
আরেকজন মন্তব্য করেন, “এমন হিউমার মারজুক ভাই ছাড়া কেউ এভাবে করতে পারে না।”
টেলিভিশন নাটকের পাশাপাশি এখন নিয়মিতভাবেই সামাজিক মাধ্যমে নিজের ভক্ত-অনুরাগীদের জন্য এমন ছোট ছোট অভিনয়ধর্মী ভিডিও তৈরি করার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন মারজুক রাসেল। তিনি জানিয়েছেন, দর্শকদের আনন্দ দিতে পারাটাই তার সবচেয়ে বড় সাফল্য।