স্বাধীন বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ে তরুণদের নতুন ক্রাশে পরিণত হয়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। টিভি নাটক থেকে তারকা খ্যাতি অর্জন করে বড় পর্দায় সফলতার সঙ্গে পদার্পণ করা এই অভিনেত্রী, এখন নিজ দেশ ছাড়িয়ে বাংলাদেশেও ফ্যানবেস তৈরি করেছেন।
দুরেফিশান সেলিম প্রথম নজরে আসেন ‘দিল রুবা’ নামে একটি নাটকের পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর একে একে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকেন। তবে তিনি প্রকৃত খ্যাতি অর্জন করেন ‘ইশ্ক মুরশিদ’ নাটকে অভিনয়ের পর। এই নাটকে তিনি বিলাল আব্বাস খানের বিপরীতে ‘শিব্রা শাহমী’ চরিত্রে অভিনয় করেন, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। নাটকটি শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও ব্যাপকভাবে প্রশংসিত হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুরেফিশান সেলিমকে নিয়ে নানা আলোচনায় সরগরম হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। বিশেষ করে, তার সঙ্গে অভিনেতা বিলাল আব্বাস খানের প্রেম এবং বিয়ের গুঞ্জন নিয়ে মিম, ভিডিও এবং পোস্ট ভাইরাল হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের কৌতূহল তুঙ্গে।
গুঞ্জনের মাঝেই দুরেফিশানের একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে উপস্থাপক তাকে প্রেম-ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমি কখনো কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াব না। আমি সরাসরি বিয়ে করব।” তার এই মন্তব্য আবারও ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে প্রশ্ন তুলছেন—তাহলে কি বিলালের সঙ্গে তার সম্পর্ক সত্যিই শুধু বন্ধুত্বের? নাকি বিয়ের প্রস্তুতি চলছে?
এদিকে অভিনয়ের দিক থেকে দুরেফিশান কখনোই পিছিয়ে ছিলেন না। সর্বশেষ তাকে দেখা গেছে জনপ্রিয় নাটক ‘সানওয়াল ইয়ার পিয়া’-তে। এতে তিনি প্রথমবারের মতো ফিরোজ খান ও আহমাদ আলী আকবরের সঙ্গে কাজ করেন। নাটকটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে, আর দুরেফিশান তার অভিনয়ের নৈপুণ্যে আবারও প্রমাণ করেন যে তিনি সময়ের অন্যতম সেরা অভিনেত্রী।
দুরেফিশান সেলিমকে নিয়ে এভাবে চারদিকে আলোচনা বাড়লেও তিনি এখনও খুবই সংযত এবং পেশাদার। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত প্রচারে যেতে চান না। বরং কাজ নিয়েই থাকতে চান মনোযোগী। তবে ভক্তরা তো আর থেমে থাকেন না—তাই সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে নানা রোমাঞ্চকর আলোচনায় ভরপুর।
সামনেই আরও নতুন কাজ নিয়ে আসছেন এ তরুণী শিল্পী। দর্শকরা অপেক্ষায় রয়েছেন, কখন বড় পর্দায় কিংবা নতুন কোনো নাটকে আবারও দেখবেন তাদের প্রিয় ‘ক্রাশ’ দুরেফিশান সেলিমকে।