হাসান মামুন:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বালুর মাঠ উত্তর বাজারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিঞা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী প্রমুখ।
কর্মশালায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।
জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন—
কাউখালী বিএনপি পিরোজপুরে সাংগঠনিকভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সম্ভব হয়েছে নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায়।
অনুষ্ঠান শেষে ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।