স্বাধীন বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ছিলেন। ২০১৫ সালে নির্মাতা আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। তবে সেই সিনেমা তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। এরপর তানিয়া মূলত ছোটপর্দার নাটকে নিয়মিত কাজ করে যান এবং দর্শকপ্রিয় হয়ে উঠেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘গোয়েন্দাগিরি’, যা মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। উল্লেখযোগ্য হলো, সেই সিনেমার শুটিংও কয়েক বছর আগে সম্পন্ন হয়েছিল। দীর্ঘদিন সিনেমা থেকে বিরতি থাকা তানিয়া এবার আবার বড় পর্দায় দেখা যাবে। প্রায় ছয় বছরের এই বিরতির পর রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা, যেখানে ক্রাইম থ্রিলারেরও উপাদান সংযুক্ত করা হয়েছে। সিনেমার মূল কাহিনি ঘিরে রয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনৈতিক প্রভাব।
অভিনেত্রী তানিয়া বৃষ্টি সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, “নাটকের ব্যস্ততার কারণে এতদিন সিনেমার কাজ নিয়ে ভাবতে পারিনি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে আমি অবশ্যই বড় পর্দায় ফিরব। ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে অবশেষে সেই প্রত্যাশার অবসান হলো।” তিনি আরও বলেন, এই সিনেমার মাধ্যমে দর্শক নতুন ধরনের চরিত্র এবং গল্পের সঙ্গে পরিচিত হবে। এর পাশাপাশি এটি তার ক্যারিয়ারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা যেতে পারে।
‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান এবং মিলন ভট্টাচার্য প্রমুখ। নির্মাতারা ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু করেছেন এবং আশা প্রকাশ করা হয়েছে যে, দর্শকরা খুব শিগগিরি সিনেমাটির মাধ্যমে সত্য ঘটনা ভিত্তিক কোর্টরুম ড্রামা এবং ক্রাইম থ্রিলারের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। নির্মাণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, সিনেমাটির দৃশ্যায়নে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে চরিত্রগুলোর মানসিক এবং সামাজিক বাস্তবতার ওপর, যা সিনেমাটিকে আরও জীবন্ত এবং দর্শকবান্ধব করে তুলবে।