প্রশ্ন:
“জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা-কথাটি কি ঠিক?”
উত্তর:
“জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা”— কথাটি ঠিক। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা প্রদানের সময় তাদের উদ্দেশ্যে বলেছেন,
“হে নারী সমাজ! তোমরা বেশি করে সদকা কর। কারণ আমি জাহান্নামের অধিকাংশকেই দেখেছি তোমাদের মধ্য থেকে।”
জাহান্নামের অধিকাংশ অধিবাসী কেন মহিলাদের মধ্যে থেকে হবে— এ প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। তিনি বলেন,
“তোমরা অধিক পরিমাণে মানুষের ওপর অভিশাপ কর এবং স্বামীর সদাচরণ অস্বীকার কর।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে নারীদের বেশি হারে জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন। তারা অধিক পরিমাণে মানুষকে গালি-গালাজ করে, অভিশাপ দেয় এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়।
সূত্র: সহীহ বুখারী, অধ্যায়: কিতাবুল হায়য।
লেখক: আরিফ মাহমুদ