নারায়নগন্জ আড়াইহাজারে ১১ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা প্রদান

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

নারায়নগন্জ আড়াইহাজার উপজেলার দ্বীপাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ওই ইউনিয়নের বাসিন্দা দেশের বিভিন্ন বিভাগে কর্মরত ১০ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম নামের একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ২ হাজার রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ইউনিয়ন থেকে বিভিন্ন ক্যাডারে সংবর্ধিত ব্যাক্তিরা হলেন, মো. আল আমিন, মো. কামাল হোসেন, ডা. আমিনুল হক, ডা. আনোয়ার উল্লাহ আপেল, ডা. মোহাম্মদ রাসেল, ডা. জান্নাতুল নাদিয়া, ডা. লুৎফুল হাসান শোভন, মো. মহিউদ্দিন, মো. রাকিব হোসেন, মো. শেখ ফরিদ, মো. মাইনুদ্দিন।

এরপর গতবছর এলাকা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অর্থপেডিক ডা. আব্দুল মালেক, ডা. মোহাম্মদ রাসেল, ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও মাওলানা শামসুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *