প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মতবিনিময় কর্মশালা ২৬ নভেম্বর বুধবার দুপুর ২.৩০ ঘটিকার নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার আয়োজনে পানি আইন ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের দশটি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা গ্রামীণ অংশ গ্রহণমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রকল্পের পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত আছে BETS Consulting Services Ltd.
কর্মশালায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফারজানা রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও}
এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের পরামর্শক জনাব আব্দুস সামাদ(অতিরিক্ত সচিব), প্রকৌশলী ফয়সাল মেহেদী সহ উপজেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।