বিয়ে করে মাঝপথে আটকে যেতে চাই না: পূজা চেরি

স্বাধীন বিনোদন ডেস্ক: 

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ছিলেন। অবশেষে ‘চোরাবালি’ নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘দম’-এ অভিনয়ের মাধ্যমে ফিরছেন তিনি। প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন পূজা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পূজা চেরি জানালেন নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা, হাস্যরসের মধ্যেই।

‘দম’ নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে পূজা বলেন, “এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কারণ সহজে পাইনি এ কাজটি, অনেক পরিশ্রম করে নির্বাচিত হয়েছি।” সহশিল্পী হিসেবে আফরান নিশোকে পেয়ে তিনি বলেন, “নিশো ভাইয়ার সঙ্গে প্রথমবার কাজ করব বলে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি দারুণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। এছাড়া চঞ্চল ভাইও আছেন, যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।”

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরি। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটা পর্যায় শেষ। এখন ক্যারিয়ার নিয়েই ভাবছি, তার পর বিয়ে। আমার মনে হয়, এখনো অনেক কাজ বাকি। আরও এগোতে চাই। বিয়ে করে মাঝপথে আটকে যেতে চাই না।”

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ পরিচালনা করছেন রেদওয়ান রনি। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ছবির মহরত। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে দ্রুতই শুটিং শুরু হবে। ছবিটি সার্ভাইভাল ঘরানার। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের সংগ্রামই এর মূল বিষয়বস্তু। প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত কাজাখস্তানেই দৃশ্যায়নের সিদ্ধান্ত হয়েছে। পূজা চেরী ছাড়াও ‘দম’-এ অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, আফরান নিশোসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *