সাতকানিয়ায় বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বিশাল আকৃতির কাভার্ড ভ্যান খাঁদে উল্টে

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতেরচর হয়ে কলেজ রোড সংলগ্ন রাস্তার মাথায় আসার পথে একটি বিশাল আকৃতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে উল্টে পড়ে।

জানা যায়, বছর খানেক আগে ছোট এই কালভার্টটি ভারী যানবাহন চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসনের এলজিইডি বিভাগ ঝুঁকি কমাতে সাময়িকভাবে কয়েকটি লোহার শিট বসিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়। তবে ভারী যান চলাচল অব্যাহত থাকায় কালভার্টটির ঝুঁকি আরও বাড়ে। দুই সপ্তাহ আগে এলজিইডি দ্রুতগতিতে কালভার্ট পুনর্নির্মাণ কাজ শুরু করে।

২৬ নভেম্বর সকালে ২৩ ফুটের কাভার্ড ভ্যানটি কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকায় বিকল্প সড়ক দিয়ে উঠছিল। রাস্তার মাথায় পৌঁছানোর সময় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সোজা খাঁদে পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সবুজ বলেন—

“এতো ভারী ট্রাক তো এই অংশে আসা উচিত নয়। এই ডাইভারশন রোড হেভি-লোডেড গাড়ির জন্য নয়—শুধু হালকা গাড়ি চলতে পারবে। ভারী গাড়িগুলো অন্য রাস্তা ব্যবহার করার কথা। ড্রাইভার একদিকে গিয়ে কন্ট্রোল হারিয়েছেন। এখানে CNG, মিনি ট্রাক চলতে পারে। বড় একটি সাইনবোর্ডও দেওয়া আছে।”

কালভার্ট নির্মাণ কাজ শেষ হতে আরও কতদিন লাগবে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“ফাইল দেখে বলতে হবে।”

ছবি: সরেজমিনে গিয়ে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধির তোলা কাভার্ড ভ্যানের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *