নাঈম উদ্দিন সানি :
গত কয়েকদিন যাবত বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের দাবি ছিল বাস ভাড়া কমানোর। সব শেষ তাদের দাবি মেনে নিয়ে পাঁচ টাকা কমিয়ে নতুন ভাড়া নির্ধারন করা হয় নন এসি ৫০ টাকা আর এসি ৭০ টাকা।
তবে শিক্ষার্থীদের দাবি তাদের জন্য বাস ভাড়া হাফ করা। এ নিয়ে তারা আল্টিমেটাম ও দেয়। সবশেষে সরজমিনে শিক্ষার্থীরা তদারকি করে দেখে হাফ ভাড়া কার্যকর হয়নি। গতকাল তারা ডিসি অফিস ঘেরাও করে পরে সিদ্ধান্ত আসে হাফ পাশের।
আজ ঢাকা — নারায়ণগঞ্জ রুটে প্রায় সব বাসই হাফ ভাড়া নিচ্ছে ছাএদের কাছ থেকে। কোথায় অনিয়ম হলে শিক্ষার্থীদের জানানোর অনুরোধ করা হয়।