অবৈধ গ্যাস ব্যবহার করায় উত্তর ভুইঘরে একটি প্যান্ট ফ্যাক্টরি সীলগালা ও একটি বাল্ব কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২২০০০ টাকা জরিমানা

তথ্য ও প্রতিবেদক – মোহাম্মদ হোসেন হ্যাপী। ছবি- স্বাধীন সংবাদ।

জেলা প্রশাসন ও তিতাসের অভিযানে উত্তর ভুইঘর, রঘুনাথপরে আনিকা ওয়াশিং প্লান্ট নামের একটি প্যান্ট ফ্যাক্টরি অবৈধভাবে গ্যাসের লাইন ব্যবহার করে একটি ব্রয়লার ও বেশকিছু ড্রায়ার চালানো হচ্ছিলো সিনিয়র সহকারী কমিশনার ফারশিদ বিন এনাম প্যান্ট ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ফ্যাক্টরিকে সীলগালা করে দেন। ওই এলাকার একটি বাসায় আবাসিক গ্যাসের সংযোগ বাণিজ্যিক ভাবে ব্যবহার করে বাল্ব উৎপাদন করে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ও ২২ হাজার টাকা জরিমানা।

গ্যাসের অভিযান চালাতে গিয়ে রঘুনাথপুর এলাকায় আনিকা ওয়াশিং প্লান্ট ফ্যাক্টরি থেকে অল্প কিছু পথ দূরে একটি গুদাম ঘর পাওয়া যায় যেখানে মিথানল ও এসিটন নামের ক্যামিক্যাল সংরক্ষণ করা হচ্ছিল। যথাযথ পরিমান অগ্নিনির্বাপক যন্ত্র ও বিষ্ফোরোক অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় মা ট্রেডিং নামের গোদাম ঘরটি সীলগালা করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *