নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ পুলিশ লাইন সংলগ্ন আফাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাউজিং সোসাইটি, মসজিদ ও সমাজের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তৃতায় নবনির্বাচিত সভাপতি ও সদস্যরা প্রতিশ্রুতি দেন, নতুন কমিটির মাধ্যমে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার কার্যক্রম এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউজিং সোসাইটির সভাপতি নবীর আহমেদ নবী। তিনি নবনির্বাচিত সদস্যদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “ভবিষ্যতে এলাকার যেকোনো ভালো কাজে আমি সবসময় পাশে থাকব।”
এছাড়াও আশেপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারাও নবনির্বাচিত কমিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।