আশুলিয়ায় গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঢাকা জেলা প্রতিনিধি :

আশুলিয়া ছাত্র জনতা গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।  বুধবার ১২ ই ফেব্রুয়ারি বেলা ১০ টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে নবীনগর অভিমুখে মহা সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন, আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক দেশ রুপান্ত পত্রিকার  খোকা মোহাম্মদ চৌধুরী, যুগ্ন আহ্বায়ক দৈনিক বনিকবার্তা পত্রিকার  সোহেল রানা, দৈনিক মুক্তখবর পত্রিকার ওবায়দুর রহমান লিটন, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর সাকিব আসলাম, দৈনিক সাধীন বাংলা পত্রিকার মোঃ ইয়াসিন, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য রিফাত আহম্মেদ ইমন, এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, প্রফেসর   আল মামুন খান, জাহাঙ্গীর আলম রাজু, রাকিব হাসান জিল্লু, এস আর জয়, আবুল হায়াত বাচ্চু,কামরুল হাসান রুবেল, আলমাস হোসাইন, ইউসুফ আলী খান, সেহাব উদ্দি, হাসান ভুইয়া, নেছার উদ্দিন, জাহাঙ্গীর সাগর,এমদাদ হোসাইন, ওসমা গনি সহ আশুলিয়া সাভার ধামরাই ও কাশিমপুর থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও ছাত্র জনতা।

এসময় সবাই একবাক্যে বলেন,জুলাই বিপ্লব তথা কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও সাধারণ জনতাদের,বিগত চব্বিশ সালের ০৫ আগস্টে নির্বিচারে পশুর মত গুলিকরে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।হত্যার ষড়যন্ত্রকারী ও সরাসরি হত্যার সাথে জড়িত দুইজন সাংবাদিক একাধিক মামলার আসামী ফ্যাসিস্ট সরকারের দোসর এন টিভির সংবাদকর্মী জাহিদুর রহমান ও এটি এন নিউজ এর সংবাদকর্মী জাহিদ হাসান সাকিল এর অবিলম্বে গ্রেফতারের দাবি করেন ভিক্ষুককারী ছাত্র জনতা, এ সময় লক্ষ করা যায় হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের লিফলেট ব্যানার ও ফেস্টুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *