আলমাস হোসাইন :
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— ঘোষবাগ এলাকার মো. জয় (৩০), মো. শাহাজুদ্দি (৪০) ও তার মা রোমিজা খাতুন (৬০) এবং নিশ্চিন্তপুর এলাকার সাব্বির (১৮) ও আলফাজ (২০)।
যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মো. জয়কে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয় স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এই চক্রে তার সহযোগী হিসেবে শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুন কাজ করে আসছে। পরে তাদের তথ্যের ভিত্তিতে ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে শাহাজুদ্দি ও রোমিজা খাতুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একই দিনে প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রির কথাও স্বীকার করে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সাব্বির (১৮) কে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজকে (২০) আটক করা হয় এবং তার কাছ থেকে আরও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা, নগদ ১৪ হাজার ১২০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক পাঁচজনকে উদ্ধারকৃত আলামতসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে মাদক কারবারি চক্র। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে একের পর এক মাদক ব্যবসায়ী ধরা পড়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।