ইরান-ইসরাইল সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে হামলার হুমকিতে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:


ইসরাইলের ভয়াবহ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। পালটা হামলাও চালিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে ইরান যদি যুক্তরাষ্ট্রে আঘাত হানে, তাহলে তার ভয়াবহ পরিণতি হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে এক সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইরানকে উদ্দেশ করে বলেন, “যদি ইরান আমাদের ওপর কোনো আক্রমণ করে, তা সে যত ক্ষুদ্রই হোক না কেন, এর জবাবে মার্কিন সশস্ত্র বাহিনী এমনভাবে প্রতিশোধ নেবে, যা তারা আগে কখনও দেখেনি।”

ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর ইসরাইলের সর্বশেষ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। বরং তার প্রশাসন চায় সংঘাতের অবসান হোক এবং ইরান-ইসরাইলের মধ্যে একটি শান্তিচুক্তি হোক।

তবে মাঠের বাস্তবতা ভিন্ন। ইতোমধ্যে ইসরাইল ও ইরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে বলে দাবি করছে তেহরান। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের অভ্যন্তরে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনা গোটা বিশ্বের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আর যুক্তরাষ্ট্র-ইরান টানাপোড়েন নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *