উত্তরায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মুজাহিদুল ইসলাম:


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উত্তরায় এক অনাড়ম্বর পরিবেশে বিএনপির ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন উত্তরার পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ সাগর আহমদ আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

  • উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস আই টুটুল

  • ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সামসুল হক (মেম্বার)

  • ঢাকা মহানগর উত্তর যুবদলের মোঃ শিমুল আহমেদ

  • উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ: খোকা, মোঃ আজমল হুদা মিঠু, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আলাউদ্দিন আহমেদ

  • দক্ষিণ খান থানা যুবদলের সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল

  • বিমানবন্দর থানা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ভুঁইয়া

  • যুবদলের নেতা মাসুদ

এছাড়াও ঢাকা-১৮ আসনের আওতাধীন উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, বিমানবন্দর ও উত্তরার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজনে বক্তারা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *