ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে চন্দনাইশ থানায় সফল অভিযান

কামরুল ইসলাম: 

চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ থানায় পুলিশ অভিযানে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশের সাহসী ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ারের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে সোমবার (১৩ অক্টোবর) গ্রেফতার করা হয় আসামি নুর হোসেন (৩০)-কে। তিনি জাফরাবাদ (খোদারহাট), ৬নং ওয়ার্ড, বৈলতলী ইউনিয়ন পরিষদ, চন্দনাইশ থানার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল গফুর ও মাতার নাম মাজেদা বেগম।

ওসি গোলাম সরোয়ার জানান, রুজুকৃত মামলা নং– ১১(১০)২৫ এর প্রেক্ষিতে তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি মো. গোলাম সরোয়ার দায়িত্ব গ্রহণের পর থেকেই চন্দনাইশ থানাকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি থানার চৌকস পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় থানা এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যাপক সাফল্য এসেছে। বর্তমানে চন্দনাইশ থানাকে মাদক, সন্ত্রাসী ও কিশোর গ্যাং মুক্ত একটি মডেল থানা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এলাকাবাসীর অনেকেই ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে পরিচালিত এসব সফল অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “ওসি গোলাম সরোয়ার যোগদানের পর থেকে এলাকায় অপরাধ অনেকটাই কমে গেছে। আমরা এখন অনেকটা স্বস্তিতে আছি।”

সফল এই অভিযানের পর স্থানীয় জনগণ মহান আল্লাহর দরবারে ওসি গোলাম সরোয়ারের জন্য দোয়া ও আশীর্বাদ করেন এবং তার নেতৃত্বে চন্দনাইশ থানার আইনশৃঙ্খলা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *