রিদওয়ানুল করিম:
কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক রমজান আলী সিকদারের বড় ছেলে নূুর মোঃ সিকদার সুমন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছে । মেজ ছেলে নূর মুবিন সিকদার সায়েফ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন।
কনিষ্ঠ ছেলে রবিউল হাসান সিকদার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত। একমাত্র মেয়ে সম্মান শ্রেনীতে অধ্যয়নরত। রমজান আলী সিকদার বলেন ৪ ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হয়ে দেশের কল্যাণে অবদান রাখবে এমন প্রত্যাশা।
তিনি সন্তানের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য শিক্ষক, গুনগ্রাহী ও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের কাছে দোয়া কামনা করেছেন।