কামরুল ইসলাম:
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় কক্সবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে নিজেদের দাবিদাওয়া, সমস্যা ও কল্যাণসংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় আগের সভায় উত্থাপিত সমস্যাগুলোর সমাধান অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় থানাভিত্তিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, নিয়মিতভাবে এই ধরনের সভার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে কক্সবাজার জেলা পুলিশ।