কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমিটি গঠন ও মত বিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত

 একেএম রিদওয়ানুল করিম (কক্সবাজার)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি টিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমিটি গঠন ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকায় জাকের হোছাইনের সভাপতিত্বে মো: মইনুল ইসলাম ও এম এইচ মেহেদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহাবাজ আলী। তিনি সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান। সেসাথে সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম, অর্থ সম্পাদক জমির হোসেন, চট্টগ্রাম জোনের সভাপতি মোঃ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো: জিয়া উদ্দিন। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য হাফিজুর রহমান, আবু নাছের, কুমিল্লা জোনের সদস্য নাছির উদ্দীন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি কক্সবাজার জোনের কমিটি ঘোষণা করেন
এতে জাকের হোসাইনকে সভাপতি, মো: মইনুল ইসলাম সিনিয়র সহ সভাপতি, ইকবাল হোসেন রিপন সহ সভাপতি ও নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি আবু নছর, সহ-সভাপতি রুবেল মাহমুদ (নান্নু), আল আমিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জুবায়ের আল হুদা যুগ্ম সাধারণ সম্পাদক, মুকলেছুর রহমান সাংগঠনিক সম্পাদক, মুকছেদ অর্থ সম্পাদক, এম.এইচ.মেহেদী প্রচার সম্পাদক, নির্বাহী সদস্যদের মধ্যে মোঃ সাজু , মোঃ সাদিকুল ইসলাম , মোঃ শহিদুল ইসলাম , মোঃ সবুজ , মোঃ ইউসুপ , মোঃ খোকন , নুরুল হুদা মুনু , শাহ আলম , ওমর ফারুক , আবু তালেব , মোঃ রেজাউল করিম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *