কালিগঞ্জে গণসংযোগে জামায়াতের জেলা আমীর, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী

মোঃ আনজার শাহ: 

সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার দাবিতে গণসংযোগ কর্মসূচি করেছে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। এ সময় তিনি বলেন, সবার অংশগ্রহণ ও আস্থার পরিবেশ তৈরির জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চালু করা জরুরি। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রতি জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন, মাওলানা আনোয়ারুল ইসলাম ও ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে ন্যায্য ভোট ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক দাবি আদায়ের লক্ষ্যে জনসচেতনতা তৈরিই তাদের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *