আবদুল আজিজ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাট রাস্তার পশ্চিম পাশে সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে একটি মালবাহী কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ কনস্টেবল আজাদ। যানজট নিরসনের লক্ষ্যে চালককে দ্রুত চলে যেতে বললে হক টাওয়ারের নিচ তলায় অবস্থিত হাসেম ডিপার্টমেন্ট স্টোরের কর্মচারী বক্কর নামের এক ব্যক্তি ঐ কাভার্ড ভ্যানের দিকে দ্রুত গতিতে এসে ডিউটিরত পুলিশ কনস্টেবল আজাদকে কি হয়েছে বলে তর্কে জড়িয়ে পড়েন। তর্কের ফাঁকে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এসময় অভিযুক্ত বক্কর পুলিশ কনস্টেবল আজাদকে মাথায় হাসেম ডিপার্টমেন্ট স্টোরের সামনে থাকা কাঠ ও লোহার মোড়ানো চেয়ারে আঘাত করলে কনস্টেবল আজাদ আহত হন। পুলিশ বক্সের অফিসার টি আই নূরে আলম ও স্থানীয়রা দ্রুত আজাদকে আশ্শেফা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সরেজমিনে ঘটনার সত্যতা নিশ্চিত করতে দৈনিক স্বাধীন সংবাদ এর প্রতিনিধি পৌঁছালে সাতকানিয়া থানার এসআই ইমরান ও টি আই নূরে আলম বলেন, “হাসেম ডিপার্টমেন্ট স্টোরের কর্মচারী বক্কর কনস্টেবল আজাদের সঙ্গে অযথা তর্কে জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে স্থানীয় কয়েকজন দোকানদার ও সিকিউরিটিদের সঙ্গে আলাপ করলে তারা জানান, কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ দ্রুত চলে যেতে বললে হাসেম ডিপার্টমেন্ট স্টোরের কর্মচারী বক্কর দ্রত গতিতে এগিয়ে আসেন। পুলিশ কনস্টেবল আজাদ তাদের সঙ্গে তর্কের ফাঁকে অকথ্য ভাষায় ব্যবহারের পাশাপাশি হাতাহাতি হওয়ায় কনস্টেবলের হাতে থাকা প্লাস্টিকের লাঠি দিয়ে বক্করকে প্রতিরোধ করার চেষ্টা করলে বক্কর ক্ষিপ্ত হয়ে কনস্টেবল আজাদের মাথায় কাঠ ও লোহার মোড়ানো চেয়ারে আঘাত করেন।
পুলিশ কনস্টেবল আজাদকে আঘাত করা ব্যক্তি বক্কর ঢেমশা নাপিতের চর ১ নং ওয়ার্ড, পিতা সোনা মিয়া, মাতা শামসুন নাহার, হাসেম ডিপার্টমেন্ট স্টোরের কর্মচারী এবং কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান আলীর ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচিত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশে এসআই ইমরান সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে অভিযুক্ত বক্কর না থাকায় তাকে থানায় যোগাযোগ করার নির্দেশ দেন।
ঘন্টা খানেক পর সাতকানিয়া সার্কেল ও ওসি নির্দেশনায় অভিযুক্ত বক্করকে ঘটনাস্থলে এসে থানায় হেফাজতে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন, বিএনপি সমর্থক সোলায়মান বাবুল এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।