নাবিন আহমেদ :
রাজধানী উত্তরা তুরাগ থানার অন্তর্ভুক্ত খালপাড় রুপায়ন গেইটের পশ্চিম পাশের টায়ারের দোকান ও কাচাবাজার থেকে গত ৫ আগষ্টের পর কোন ভাড়া আদায় হতো না, ছাত্ররা ও প্রশাসন, সাংবাদিকরা সরেজমিন গিয়ে কোন ধরনের চাঁদা না দিতে দোকানদারদের সচেতন করেন।
গত তিন দিন আগে সেখান থেকে বেশ কয়েকজন দোকানদার ও এক স্থানীয় নেতা জানায়, গত আগষ্টের কয়েকদিন পর থেকেই আওয়ামীলীগ নেতা মোস্তফা মাদবরের ভাতিজা কামাল চাঁদাবাজ কামাল আবারও চাঁদা আদায় করছে। চাঁদা দিতে রাজি হওয়ার না পর কামাল রাতের বেলায় খালপাড়ে লাঠি নিয়ে মহড়া দেয়।
স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এখন আবার চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু দোকানদাররা জানান যে, পুরো এলাকাটি খেকে প্রায় ১৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে কামাল গং রা। সত্য তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা তাকে একাটানা দুদিন ফোন করলে সে ফোন ধরেনি। রাত অনুমান ৮ টার দিকে ফোন দিয়ে নানান ধরনের হুমকি দেয়।
তাকে বার বার বলা হয়েছিল, রাস্তা থেকে চাঁদা তুলে পেট চালিয়ে সাংবাদিকদের হুমকি দেন ? উত্তরে সে বলে হু দেই হুমকি, যান পারলে কিছু করে দেখান। এ অবস্থায় সাংবাদিকরা নিরুপায় হয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষন করছি যে আপনারা এই সন্ত্রাস চাঁদাবাজ কামালকে গ্রেপ্তার করুন নাহয় কামাল খালপাড় এলাকায় যেকোন দুর্ঘটনা ঘটাতে পারে।
ফ্যাসিস্ট আওয়ামীলীগের কিছূ চাঁদাবাজ গুন্ডারা সাবেক এমপিদের বহর নিয়ে জুলাই—আগস্টে ছাত্র ও জনতা হত্যায় অংশ নিয়েছেল। এই কামালও ছিল সেই কাতারে। এই কামাল একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। এলাকাবাসীর অভিযোগ সে সবসময় মাদক সহ নারী নিয়ে মেতে থাকে। কামাল স্থানীয় হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না, তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার জীবন শেষ বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।