মোঃ আনজার শাহ:
গাজীপুরের রাস্তায় প্রকাশ্যে সন্ত্রাসীদের নির্মম হাতে মৃত্যু হলো দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনের, যিনি সাহসের সঙ্গে সত্যের খোঁজ চালিয়েছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের প্রতি এক নির্মম ধাক্কা।
জাতীয় সাংবাদিক সংস্থা ক্ষোভে ফেটে পড়েছে এবং এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের মুক্তি দমনের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে। “তুহিনের রক্তের ফোঁটায় লেখা হবে দেশের গণমাধ্যমের স্বাধীনতার লড়াই,” বলছেন সংগঠনের শীর্ষ নেতারা।
এই মর্মান্তিক হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আগামী (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সেখানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিচার প্রক্রিয়ায় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য গর্জে উঠবে জাতীয় সাংবাদিক সমাজ।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি বলেন, “একজন নির্ভীক সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করে সত্যকে দমিয়ে রাখা যাবে না। আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্র যেন সকল সাংবাদিকের জীবন ও স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে।”
এই মানববন্ধন তুহিনের আত্মত্যাগকে স্মরণ করানোর পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক হয়ে থাকবে। দেশের সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে যেন সত্যের আলোকে নিভতে না দেওয়া হয়।
তুহিনের রক্তভেজা শহীদত্ব যেন দেশের গণমাধ্যমের মুক্তির নতুন অধ্যায়ের সূচনা হয়—এই প্রত্যাশায় গর্জবে মানববন্ধন।