বাকেরগঞ্জের প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে গণ-মাধ্যম কর্মীদের দেখে নেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রোজ রবিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে বাকেরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান সালামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ খলিলুর রহমান ( দৈনিক সংগ্রাম) শফিকুল ইসলাম নাসির ( মতবাদ ) বিএম রেজাউল ( সময়ের বার্তা ) সাখাওয়াত হোসেন মনির ( আজকের পরিবর্তন ), দক্ষিণবঙ্গের সম্পাদক – সাইদুর রহমান, সাংবাদিক বশির আহমেদ (আমাদের সময়), মাসুদুর রহমান মোর্শেদ (ভোরের অঙ্গীকার), জাহিদুল ইসলাম (মুক্ত খবর), গাজী মো. কবির, উত্তম দাস (কালবেলা), প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক- মিনহাজুল আবেদীন সুজন, মোঃ আবুল বাশার (তারুণ্যের বার্তা), এস এম জুয়েল, অপু ( বিডি নিউজ) সুমন ভূঁইয়া (সকালের বার্তা), মাইনুল ইসলাম (সকালের সময়) ও এইচ এম কামাল মৃধা ।
মানববন্ধনে বক্তারা – নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে বিনয় কুন্ড শ্রীমন্ত নদীর তীর দখল করে দোকানঘর নির্মাণ এবং তাকে সহযোগিতা কারী নাসির উদ্দিন রোকন ডাকুয়াকে গ্রেফতারের জন্যে প্রশাসনের কাছে জোর দাবী জানান। অন্যথায় তারা আরও বৃহত্তর কর্মসূচির দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।
এখানে উল্লেখ্য- পৌরসভার ১ নং ওয়ার্ড আ. লীগ সভাপতি বিনয় কুন্ড শ্রীমন্ত নদীর তীরের খাস জমি দখল করে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভাড়া দিয়ে আসছেন।
সম্প্রতি গত ৫ ডিসেম্বর ওই দোকানঘর ভেঙ্গে বড় করে নতুন দোকান ঘর নির্মাণের বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম হোসেন সার্ভেয়ার ফোরকান হোসেন ও কানুনগো আফজাল হোসেনকে নিয়ে সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। ঐদিন নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর শুক্রবার ছুটির দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে বিনয় কুন্ড নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সহযোগিতায় দোকানঘর নির্মাণের কাজ পুনরায় শুরু করে। দোকান ঘর নির্মাণের খবর পেয়ে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন খান সালাম ঘটনাস্থলে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে নির্মাণের বিষয় জানতে চাইলে রোকন ডাকুয়া দলবল নিয়ে এসে সাংবাদিকদের চাঁদাবাজ বলে অশালীন আচরণ করে। এখবর সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়লে আরও সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে জানালে, তিনি সেখানে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং বিনয় কুন্ডকে অফিসে ডেকে নিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য লিখিতভাবে মুছলেকা নেন। এ সময় ভূমি অফিসে বিনয় কুন্ডের সাথে থাকা রোকন ডাকুয়ার কাছে সাংবাদিকরা খাস জমি অবৈধ ভাবে দখলে সহযোগিতা বিষয় জানতে চাইলে তিনি তাদের সাথে বাকবিতন্ডা করেন এবং হুমকি দেন।