গাজীপুরের কালীগঞ্জে ছেলের শোকে মার মৃত্যু, বড়বোন হাসপাতালে

খসরু মৃধা : 

গাজীপুরের কালীগঞ্জে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে শোকে মার মৃত্যুর ঘটনা ঘটেছে। মা ও ভাইয়ের মৃত্যুতে বড়বোন মুমুর্য অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে ঘটেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের মালেক আকন্দের ছোট ছেলে মো. তরিকুল ইসলাম তারেক (৩৫) ষ্টোক করে মারা যায়। শনিবার বাদ জোহর নিজ বাড়ীতে তার জানাযা নামাজ অনুষ্ঠানের আয়োজন করে। ছেলে মৃত্যুর শোক সইতে না পেরে ১২ ঘন্টার ব্যবধানে তার মা হাসনারা বেগম (৬৫) মৃত্যুবরণ করেন। তার কিছুক্ষণ পর ভাই ও মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে একমাত্র তরিকুল ইসলঅম তারেক এর বড়বোন হালিমা বেগম (৪৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য স্থানীয় ডিভাইন মার্সি হাসপাতালে ভর্তি করেন। সংবাদ লেখা পর্যন্ত বোন হালিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

মালেক আকন্দের চার ছেলে এক মেয়ে। ভাই বোনের মধ্যে তারেক সবার ছোট। তারেক উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মো. হাছিবুর রহমানের মেয়ের জামাই। তার সাড়ে তিন বছরের একজন কন্যা সন্তান রয়েছে। বাদ জোহর তারেকের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মায়ের জানাযার নামাজ বাদ এশা অনুষ্ঠিত হয়। একই দিনে ছেলে ও মায়ের মৃত্যুর ঘটনা ও বোনের অসুস্থতায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

তরিকুল ইসলাম তারেক নাগরী ইউনিয়ন যুবদলের সাবেক সহ—সাধারণ সম্পাদক মিনারুল আকন্দের ছোট ভাই। তিনি জানান, শুক্রবার রাতে আমার ছোট ভাই তারেক স্ট্রোক করে মারা যান। বাদ জোহর তার জানাযার নামাজ হবে কিন্তু জানাযার আগেই তার মা অসুস্থ হয়ে পড়েন। বেলা একটায় তিনি মারা যান। মা ও ভাইয়ের মৃত্যু দেখে আমার বোন অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় ডিভাইন মার্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *