গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ মুজাহিদুল ইসলাম:

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গাজীপুরের বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয়ে। ১৫৩ জন ভোটারের মধ্যে ১৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ভোটারদের উপস্থিতি ও আগ্রহের একটি উজ্জ্বল প্রমাণ।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ লিটন মিয়া। তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন এডভোকেট আলতাব হোসেন সিরাজী, আহবায়ক কমিটির সদস্য আলামিন দেওয়ান ও খসরু মৃধা। তারা সকলে মিলেই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হন।

এছাড়া, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম. মেহেদী হাসান ও মফস্বল সম্পাদক মোঃ সোহেল মিয়া। গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারিও উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। দৈনিক নববানী পত্রিকার স্টাফ রিপোর্টার সুমা আক্তার নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিদ্বন্দ্বিতা ও ফলাফল

২৬টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

  • সভাপতি: মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর) – ১০৫ ভোট পেয়ে নির্বাচিত।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মানিক পেয়েছেন ৩৮ ভোট।

  • কার্যকরী সভাপতি: জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা)

  • সহ-সভাপতি: নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার)

  • সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) – ৮৮ ভোটে নির্বাচিত।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানাউল্লাহ নূরী পেয়েছেন ৫৮ ভোট।

  • সহ-সম্পাদক: জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর), মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা)

  • সাংগঠনিক সম্পাদক: হাজী সাইফুল ইসলাম (নিউ ন্যাশন)

  • দপ্তর সম্পাদক: নাছির উদ্দিন (বাংলার নবকন্ঠ)

  • অর্থ সম্পাদক: রাশেদউল হোসেন কমল (এই বাংলা)

  • আইন সম্পাদক: মো. মানিক মিয়া (আজকের জনবাণী)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন)

  • ধর্ম বিষয়ক সম্পাদক: পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার)

  • ক্রীড়া সম্পাদক: ইব্রাহিম খলিল (ভোরের আলো)

  • মহিলা বিষয়ক সম্পাদক: হেলেনা আক্তার (ভোরের আলো)

  • নির্বাহী সদস্য-১: বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ) – ৯৪ ভোট পেয়ে নির্বাচিত

  • নির্বাহী সদস্য-২: আব্দুল হামিদ খান (মুক্ত খবর) – ৭৫ ভোট পেয়ে নির্বাচিত

  • নির্বাহী সদস্য-৩: মুকতাদির হোসেন (প্রথম সূর্যোদয়)

বিজয়ীদের প্রতিশ্রুতি

নব-নির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করার এবং পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের শেষে বিজয়ীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।

পরিশেষে মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে বিজয় উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *