চট্টগ্রামের বোয়ালখালীতে বি়ভিন্ন মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার চার

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী প্রতিনিধি: 

 

বোয়ালখালীতে অস্ত্র, গাঁজা, চোলাই মদসহ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর একটি ইউনিট।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে মসজিদঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন, মো. বাবুল মিয়া (৫০), মো. মনজুরুল আলম (৩৭), মো. মুমিন হোসেন (২৪) ও মো. গ্যাস বাবুল (৫০)।

তারা বোয়ালখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি লোকাল গান, তিনটি গুলি, ৫৭টি দেশীয় অস্ত্র, নয়টি মোবাইল, ৭৫০ গ্রাম গাঁজা, দুই লিটার চোলাই মদ, চার হাজার ৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল গণমাধ্যমকে জানান, চাঁদাবাজি ও মাদক কারবারসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে গতরাত্রে তাদের সনাক্ত করি।

তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পরে বোয়ালখালী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে। মেজর রাসেল জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *