চট্টগ্রাম বন্দর থানা থেকে দুর্গা পূজার শুভেচ্ছা ও নিরাপত্তা জোরদার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম বন্দর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আফতাব চট্টগ্রাম বন্দর থানা এলাকার সকল সনাতন ধর্মাবলম্বী এবং প্রিয় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিহত্তর শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে থানা এলাকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওসি আফতাব বলেন, “আমরা মুসলিম, হিন্দু, বড়ুয়া — সবাই ভাই-ভাবেই বাস করি। যার যার ধর্ম, তার-তার আনন্দ; সবার উৎসব সবার। কোনো কোনো ধর্মকে নিয়ে অপপ্রচার বা বাড়াবাড়ি করা চলবে না। উৎসব উদযাপনে সবাইকে আইনশৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই উৎসব হিন্দু সম্প্রদায়ের হলেও এর নিরাপত্তার দায়িত্বে থাকবে মুসলিম, হিন্দু, বড়ুয়া—সবাই মিলে। বিশ্ববাসী যেন আমাদের দেশের এই সহবদ্রতা ও সৌহার্দ্যের উদাহরণ দেখে শিক্ষা নিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।”

ওসি আফতাব সতর্ক করে বলেন, “যদি কেউ আইনভঙ্গ, সন্ত্রাস, জঙ্গিবাদ বা চান্দাবাজি করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না — সে যেই দলেরই কেন হোক না কেন।” তিনি সবাইকে শান্তি বজায় রেখে, আইনশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান এবং সহযোগিতার প্রতিশ্রুতি জানান: “আপনারা আইনশৃঙ্খলা মেনে চললে আমার কাছে আদর ও ভালোবাসাই পাবেন; অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম বন্দর থানার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, দুর্গোৎসব চলাকালীন গুরুত্বপূর্ণ মন্দির, পূজামণ্ডপ ও ঝাঁপানো ট্র্যাফিক ও জনসমাগমস্থলে বিশেষ সতর্কতা ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থানা প্রশাসন স্থানীয় সমাজকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

স্থানীয়রা বলছেন, এসব পদক্ষেপ উৎসবকে সৌহার্দ্যময় ও নিরাপদ করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করে। থানা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে — ব্যক্তিগত ও সম্প্রদায়িক স্তরে সহমর্মিতা বজায় রাখুন, উটপাখি বা গুজব ভিত্তিক কোন তথ্য ছড়াবেন না এবং প্রয়োজনে থানার সঙ্গে সমন্বয় করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *