চাঁপাইনবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ মাহমুদুল হাসান : 

খেলায় তৃপ্তি খেলায় বল,মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে,চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংঘ এর আয়োজনে,আরাফাতুর রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৪ শে জানুয়ারি ২০২৫ইং শুক্রবার বিকালে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
উদ্বোধনী ম্যাচে যে দুইটি দল অংশগ্রহণ করেন,আর.এস.এফ.সি নওগাঁ বনাম সিরাজগঞ্জ ফুটবল দল।
খেলায় সভাপতিত্ব করেন,শহীদ জিয়া স্মৃতি সংঘ গোমস্তাপুরের আহ্বায়ক মুহাঃ ইফতেখাইরুল আলম (রনি )।
খেলায় উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানার সাব ইন্সপেক্টর আজিম আহমেদ, মোঃ আবুল কাশেম,মোঃ মাসুম চেয়ারম্যান ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদ,সাবেক সভাপতি আলীনগর ইউনিয়ন বিএনপি মোঃ শহিদুল ইসলাম,সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ২ নং বাংগাবাড়ি ইউনিয়ন মোঃ দুরুল হুদা,সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোমস্তাপুর উপজেলা শাখা,মোহাম্মদ ফারুক হোসেন গাড্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলার প্রথমার্ধের শুরুর এক মিনিটের মাথায় আর.এস.এফ.সি নওগাঁ সিরাজগঞ্জ ফুটবল দলকে একটি গোল দেন। খেলার ঠিক ২২ মিনিটের মাথায় সিরাজগঞ্জ ফুটবল দল আর.এস.এফ.সি নওগাঁ কে একটি গোল দিয়ে খেলার সমতায় ফিরে আসে।
হাফ টাইমের পর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলা ঠিক দুই মিনিট বাকি থাকতে, পরস্পর আর.এস.এফ.সি নওগাঁ সিরাজগঞ্জ ফুটবল দলকে দুইটি গোল দেয়। এতে আর.এস.এফ.সি নওগাঁ,সিরাজগঞ্জ ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *