মোঃ মাহমুদুল হাসান;
৯ জানুয়ারি ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটের সময়,চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে,শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন,৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ গোলাম কিবরিয়া হাবিব,চৌডালা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রবিউল ইসলাম সহ অত্র ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ।
চৌডালা ইউনিয়নের ২০০ জন শীতার্ত ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সকলে শীতবস্ত্র পেয়ে অনেক আনন্দিত এবং চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।