ছাতক সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন, ১৬ নাগরিক আশ্রয় নিয়েছেন জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার  :

ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করা ১৬ জন নাগরিককে জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। ছাতক উপজেলা প্রশাসন তাদের সার্বিক দায়িত্ব গ্রহণ করে দেখভালের ব্যবস্থা করেছে।

গত ২৮ মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির অধীন ছনবাড়ী সীমান্ত দিয়ে ৫টি পরিবারের সদস্য—পুরুষ ৫ জন, নারী ৫ জন, ছেলে ৪ জন ও মেয়ে ২ জন—মোট ১৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। এরপর নোয়াকোট বিওপি’র একটি টহল দল তাদের আটক করে ছাতক থানায় হস্তান্তর করে।

বর্তমানে তারা উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল এলাকায় অবস্থিত জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে অবস্থান করছেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও পোশাকসহ মৌলিক চাহিদা নিশ্চিত করা হচ্ছে।

৩০ মে বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম আশ্রয় কেন্দ্রে অবস্থানরত এসব নারী, পুরুষ ও শিশুদের দেখতে যান। তিনি আশ্রয়গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী, পোশাক ও ওষুধ বিতরণ করেন। আশ্রয়প্রাপ্ত পরিবারগুলো প্রশাসনের এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে ইউএনও মো. তারিকুল ইসলাম বলেন, “প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপত্তার স্বার্থে তাদের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে এবং যতদিন প্রয়োজন, তাদের দেখভাল ও সেবা অব্যাহত থাকবে।”

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রশাসনের তত্ত্বাবধানে এই ১৬ জন নাগরিককে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আশ্রয়ন প্রকল্পে রাখা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *