জাককানইবি সাংবাদিক ফোরামের নব্য সদস্য মূল্যায়ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন

মাহমুদা আক্তার নাঈমা: 

৩০-এর অধিক সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নবীন সদস্যদের মূল্যায়ন অনুষ্ঠান।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৫ম তলায় সাংবাদিক ফোরামের অফিস কক্ষে নতুন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিকসহ বিভিন্ন কার্যকরী সদস্যরা।

সভাপতির বক্তব্যে মোঃ শাকিল বাবু জানান, “আমরা প্রতিবছর সাংবাদিক ফোরামে নতুন সদস্য নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। অসংখ্য আগ্রহীরা স্বতঃস্ফূর্তভাবে ভাইভায় উপস্থিত হয়েছে। এখান থেকে বাছাই করা নতুন সাংবাদিকরা সাংবাদিক ফোরাম থেকে হাতে-কলমে শিখে বিশ্ববিদ্যালয়ের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “সাংবাদিক ফোরামে এ নিয়ে চতুর্থবারের মতো সম্পন্ন হলো সদস্য আহবান কর্মসূচি। প্রতিবারই প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনে যুক্ত হয়েছে একাধিক প্রতিভাবান এবং গতিশীল নতুন সাংবাদিকরা। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথ চলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করবে।”

এরপূর্বে ২০২৫ সালের ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে নতুন সদস্য সংগ্রহের আহ্বান করা হয়। আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে নিয়োগপ্রার্থীরা অংশগ্রহণ করেন। সাংবাদিক ফোরামের ৪র্থ নবীন সদস্য আহবানের মাধ্যমে একগুচ্ছ প্রতিভাবান ও গতিশীল, ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী নতুন মুখ নিয়ে সম্পন্ন হয় নব্য সদস্যদের মৌখিক ভাইভা পর্ব। উক্ত অনুষ্ঠানটি বিকাল প্রায় পাঁচটা পর্যন্ত সংগঠিত হয়।

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের একটি অন্যতম স্বনামধন্য ও নিরপেক্ষ সংগঠন। নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া এ সংগঠন অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর। সংগঠনটির সদস্যরা স্বাধীনভাবে দেশের বিভিন্ন জনপ্রিয় জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও মাল্টিমিডিয়ায় কাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয়ে লেখালেখি, ফটো ও ভিডিওগ্রাফি, গ্রাফিক্স বা পোস্টার ডিজাইনের মাধ্যমে সাংবাদিকতা করতে আগ্রহী নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত করে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে এ সংগঠন।

উল্লেখ্য, সাংবাদিকতার মান বজায় রাখা এবং নতুন প্রজন্মকে পেশাদার সাংবাদিক হিসেবে তৈরি করতে জাককানইবি সাংবাদিক ফোরামে চতুর্থ বারের মতো নবীন সদস্য সংগ্রহ ও তাদের মূল্যায়ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *