স্বাধীন সংবাদ ডেস্ক:
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনকে উপলক্ষ্য করে দেশের বিভিন্ন পরাশক্তি ও অভ্যন্তরীণ এজেন্সি সক্রিয় হবে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা নির্বাচনের প্রক্রিয়া বা নতুন দেশ গঠনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করেছি, আমরা আশা করেছিলাম, একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বাধাহীন পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিক ও নেতারা মতপ্রকাশের সুযোগ পাবে, ছাত্রসংগঠন অবাধ গণতান্ত্রিক পরিবেশ ভোগ করবে। কিন্তু সম্প্রতি নুরুল হক নুরের ওপর ফ্যাসিবাদমুক্ত সমাজেও নির্যাতনের ঘটনা ঘটেছে, যা দেখে জাতি স্তম্ভিত হয়েছে। তিনি অসুস্থ, তার চলাফেরা দেখে বোঝা যায় তিনি স্বাভাবিক নন। দেশের বাইরে তিনি চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার সুস্থতা কামনা করি।”
মিয়া গোলাম পরওয়ার গণঅধিকার পরিষদের মূল সংগঠন, অঙ্গসংগঠন ও পার্শ্বসংগঠনের বিপ্লবী কর্মীদের অকুতোভয় অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, “তাদের কঠোর পরিশ্রমের কারণে এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এজন্য জামায়াতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, “সামনে জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে। সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য জাতীয় ঐক্যের চেতনাকে ধরে রাখতে হবে। অনেক পরাশক্তি এবং দেশের ভেতরের বিভিন্ন এজেন্সি সক্রিয় হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে গেলে অনেক বাধার মুখোমুখি হতে হবে। তবে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের মূল ইস্যুতে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।