ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

নাটোর জেলার ঝলমলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে ০৫/১২/২০২৪ ইং তারিখ সময় সন্ধ্যা ১৭.৩০ ঘটিকায় হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শহিদ উল্লাহ স্যার, পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন বগুড়া। মতবিনিময় ও কল্যাণ সভায় ঝলমলিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুবর রহমান সহ থানায় হাজির সকল অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মহোদয় থানায় সকল অফিসার, ফোর্সের আবেদন সহ সকল সমস্যার কথা দীর্ঘক্ষণ ধরে শোনেন এবং সে বিষয়ে দ্রুত সমাধান সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও হাইওয়ে পুলিশের সুনাম তথা বাংলাদেশ পুলিশের সুনাম পুনরুদ্ধার সহ হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য যাতে পেশাদারিত্বের সাথে এবং নৈতিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। স্যারদের দিকনির্দেশনা মতে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ পেশাদারিত্বের এবং নৈতিকতার সহিত কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *