আফজাল
*দল পাল্টে শত কোটি টাকার মালিক দুর্নীতির রাক্ষস আব্দুর রহমান*
আওয়ামী লীগের সময়ে ছিলেন আওয়ামী লীগ নেতা, আর বিএনপির সময়ে হয়েছেন বিএনপি নেতা। ক্ষমতাসীন দলের রঙ বদল করে নিজের অবস্থান শক্ত করেছেন আব্দুর রহমান। নগর ভবন থেকে শুরু করে ১৪ নাম্বর বাস ভবন— সর্বত্র তার দাপট, সর্বত্র লুটপাট।
রাস্তা ঝাড়ুদারের সরকারি চাকরিকে পুঁজি করে রাজনীতির ছত্রছায়ায় সাবেক আওয়ামী লীগ নেতা, বর্তমান বিএনপি নেতা আব্দুর রহমান ওরফে টুকাই রহমান, ওরফে মাদক রহমান এখন শত শত কোটি টাকার মালিক। এ বিষয়ে জানার জন্য আব্দুর রহমানের ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি
স্থানীয় সূত্র বলছে, তিনি রাজনৈতিক পরিচয় বদলে প্রশাসন ও বিভিন্ন ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও দালালি করারও অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি তার বিরুদ্ধে তদন্তে নামে এবং অভিযান চালায়, তাহলে আব্দুর রহমানের শত কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।