তারুণ‍্য উৎসবে যুব কাবাডি ১৫ ফেব্রুয়ারি পল্টন ময়দানে চূড়ান্ত পর্ব শুরু

ক্রীড়া প্রতিবেদক :

দেশের ক্রীড়াঙ্গন তরুণ সমাজকে উজ্জীবিত করার লক্ষ‍্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ‍্যোগে সারা দেশব‍্যাপী জানুয়ারি থেকে শুরু হয়েছে তারুণ‍্যের উৎসব -২০২৫। এই উৎসবকে ধারণ করে জাতীয় খেলা কাবাডি ৬১ জেলায় অনুষ্ঠিত হয় যুব কাবাডি (অনুর্ধ্ব-১৮ বালক বালিকা) প্রতিযোগিতা। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব।

গতকাল (১২ ফেব্রুয়ারী বুধবার) দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উক্ত ফেডারেশের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, এর আগে তারুণ‍্য উৎসবকে সামনে রেখে ৮ টি জোনে বিভক্ত হয়ে এ প্রথিযোগিতায় অংশ নেয় ৩৩৯ উপজেলা। বালক ও বালিকা দলে মোট ৫২৯ টি দল অংশ নেয়। বালক ৩৩১ ও বালিকা দল ছিলো ১৯৮।

যেখানে মধুমতি, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী জোনে প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের চ‍্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো অংশগ্রহণ করবে। সোহাগ আরো জানান, ক্রীড়াঙ্গনে এ ধরণের তারুণ‍্য উৎসব তরুণ জ্রজন্মকে ঊজ্জীবিত করবে। এতে করে দেশের সম্ভাবনাময় খেলোয়াড় খুজে পাবো আমরা। এবার ৪৮ টি খেলায় সব কটিতে ম‍্যাচ সেরা খেলোয়াড়দের ট্রফি প্রদান করা হবে। উল‍্যেখ, গত ২০ জানুয়ারী থেকে সারা দেশব‍্যাপী শুরু হয়েছে তারুণের উৎসব ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *