স্বাধীন সংবাদ ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে তার দায় দল নেবে না। তিনি বলেন, “এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।”
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করতে হবে। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।”
এর আগে বুধবার সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াত আমির। তিনি সেখানে বলেন, “জাতির প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই। এটা সবার সংগ্রামের ফল।”
বিশ্লেষকদের মতে, দলের ভেতরে কোনো ভিন্নমত কিংবা পৃথক অবস্থান মোকাবিলায় জামায়াত ইসলামীর আমিরের এই বার্তা একটি কঠোর অবস্থান নির্দেশ করে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটিকে একটি কৌশলগত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।