ধানের শীষের বিজয় নিশ্চিত করব ঐক্যবদ্ধভাবে — অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

স্টাফ রিপোর্টার: 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন,
“ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি সব মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের একত্রিত করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ইনশাল্লাহ রাজশাহী-৫ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।”

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আরও বলেন, “আমি পুঠিয়া ও দুর্গাপুরের মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব। এখানকার অনেক অবহেলিত উন্নয়নমূলক কাজ রয়েছে, ইনশাল্লাহ সুযোগ পেলে সবগুলো সম্পন্ন করব।”

তিনি স্মৃতিচারণ করে বলেন, “২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়ও আমি ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলাম এবং এক লক্ষ আট হাজার ভোট পেয়েছিলাম। পুঠিয়া ও দুর্গাপুরের জনগণ এখনও ধানের শীষে ভোট দিতে আগ্রহী। আগামীতেও আমি ইনশাল্লাহ জয়লাভ করব এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করব।”

অধ্যাপক মন্ডল বিশ্বাস করেন, পুঠিয়া-দুর্গাপুরের ঐক্যবদ্ধ জনগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। তিনি বলেন, “এই আসনে পরিবর্তনের জোয়ার বইছে। আমরা ইনশাল্লাহ জনগণের বিশ্বাস ও ভোটে বিজয়ী হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *