নওগাঁয় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু

নওগাঁ প্রতিনিধি:-

 

ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। সামবার(১৭ ফব্রুয়ারী) সকাল ১০টায় ছাত্রশিবির নওগাঁ সরকারী ডিগ্রি কলজ শাখার আয়াজনে কলজ প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।

উক্ত অনুষ্টানের উদ্বােধন করপন নওগাঁ জেলা ছাত্র শিবির সভাপতি মাওলানা সারােয়ার হােসেন। এসময় উপস্তি ছিলেন জেলা ছাত্র শিবিরের সেক্রটারী জেনারেল আব্দুর রাকিব,ছাত্র শিবির নওগাঁ সরকারী ডিগ্রি কলজ শাখার সভাপতি ডি এম নওফেল ও সেক্রটারী জেনারেল নাজমুল ইসলামসহ আরাে অনেকে।

আব্দুর রাকিব বলেন,দীর্ঘদিন থেকে ছাত্র শিবিরকে প্রকাশ্যে আসতে দেয়া হয়নি। জঙ্গিবাদ আখ্যা দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছোড়ানা হয়েছিল।

আমাদের নিজেদের জানান দিতে আমরা সক্রিয় রয়েছি। আমরা আমাদের আদর্শিক প্রকাশ করছি। ইসলামী শিবির (আইসিএস) প্রকাশনার অন্তত তিনশটি বই রয়েছে ।

সেখানে কর্মী,সাথী ও সদস্য সিলেবাস স্থান পেয়েছে। প্রকাশনা উৎসব রিডিং কর্ণার রয়েছে।

যেখানে শিক্ষার্থীরা স্টল থাকা বই নিজেদের পছন্দ অনুযায়ী পড়তে পারছে নতুন বাংলাদেশ বিনিমার্ণ করার প্রত্যয় আগামীতেও শিবিরের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান আয়ােজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *